IQNA

কোয়েটায় হযরত মাসুমা (সা. আ.)এর ওফাত বার্ষিকী পালিত

23:53 - December 20, 2018
সংবাদ: 2607597
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরের বিভিন্ন মসজিদ, হুসাইনিয়া এবং ফাতেমা জাহরা (সা. আ.) মাদ্রাসায় ইমাম রেজা (আ.)এর বোন হযরত মাসুমা (সা. আ.)এর ওফাত বার্ষিকী পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত মাসুমা (সা. আ.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে ১৮ই ডিসেম্বর কোয়েটায় ফাতেমা জাহরা (সা. আ.) মাদ্রাসায় নারীদের জন্য শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোকানুষ্ঠান বক্তৃতা, মর্সিয়া, নওহা এবং মাতম করার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
এই মহীয়সী নারীর ওফাত বার্ষিকী উপলক্ষে কোয়েটার বেশ কয়েকটি মসজিদ ও হুসাইনিয়াতে মগরিব ও এশার নামাজের পর উক্ত শোকানুষ্ঠান শুরু হয়েছে। উপস্থিত আলেমগণ হযরত মাসুমা (সা. আ.) আধ্যাত্মিকপূর্ণ জীবনীর আলোকে বক্তৃতা পেশ করেন।
উল্লেখ্য, ইমাম মুসা কাযিম (আ.)এর কন্যা এবং ইমাম রেজা (আ.)এর বোন হযরত মাসুমা (সা. আ.) ১৭৩ হিজরির পহেলা জ্বিলক্বাদে পবিত্র নগরী মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১ হিজরির ১০ম রবিউস সানিতে পবিত্র নগরী কোমে এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। এই মহীয়সী নারীর বেশ কয়েকটি লাগাব রয়েছে। লাগাবগুলো হচ্ছে তাহেরা, হামিদা, রাজিয়া, মুহাদ্দিসা এবং আবিদা।
iqna

 

captcha