IQNA

অস্ট্রিয়ায় হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী পালিত + ছবি

15:59 - October 28, 2019
সংবাদ: 2609521
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং ইমাম হাসান (আ.)এর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভিয়েনায় ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ ঘোষণা করেছে: গতকাল (২৭শে অক্টোবর) রাতে অনুষ্ঠিত উক্ত শোক মজলিশে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ মুনতাজারি বক্তৃতা পেশ করেন।
তিনি বলেন: হযরত মুহাম্মাদ (সা.)এর নৈতিক গুণাবলী সমাজে বিস্তার ঘটানোর প্রয়োজন রয়েছে। বিশ্বনবী শুধু মুসলমানদের জন্যই নয় বরং তিনি সকল সময়ের সকল মানুষের উত্তম আদর্শ।
তিনি মহান মানব সভ্যতার ভিত্তি গড়ে তোলার জন্য অজ্ঞতার (জাহেলিয়াতের) যুগে রাসূল (সা:)এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন।
এছাড়াও এই শোক মজলিশে মর্সিয়া, মাতম ও নওহা পরিবেশন এবং তাবারুক বিতরণ করা হয়।  iqna

 

অস্ট্রিয়ায় হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী পালিত + ছবি

অস্ট্রিয়ায় হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী পালিত + ছবি

অস্ট্রিয়ায় হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী পালিত + ছবি

captcha