IQNA

মিশরে “কুরআনে বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা” শীর্ষক প্রতিযোগিতা

19:50 - September 15, 2020
সংবাদ: 2611478
তেহরান (ইকনা): মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক রিসার্চ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র কুরআনের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনার আলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আল-আজহার ইসলামিক রিসার্চ অ্যাসোসিয়েশনে পবিত্র কুরআনের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা ও ভবিষ্যদ্বাণীমূলক ঐতিহ্য সম্পর্কিত কমিটি বিগত বছরের মতো এ বছরেও পবিত্র কুরআনের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনার আলোকে “উত্তরাধিকার ইস্যুতে আইনী অলৌকিক ঘটনা” শিরোনামে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।

এই কমিটির ঘোষণা অনুযায়ী, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্যক্তিমণ্ডলী পবিত্র কুরআনের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনার আলোকে লিখিত নিজেদের লেখাসমূহে জমা দিতে পারবেন। এই প্রবন্ধসমূহ অবশ্যই আরবী অথবা ইংরেজি ভাষায় হতে হবে। এছাড়াও প্রেরিত প্রবন্ধসমূহে অন্য কোথাও যেন প্রকাশিত না হয় কিম্বা অন্য কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে যেন জমা দেওয়া না হয়।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আরেকটি শর্ত হল অংশগ্রহণকারী গত তিন বছরে কুরআনের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনার আলোকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ না হয়।


পুরস্কারের বিষয়ে এই কমিটি বলেছে যে, শীর্ষ স্থানে উত্তীর্ণদের ৬৫ হাজার মিশরীয় পাউন্ড প্রদান করা হবে। মোট ১৮ জনকে শীর্ষ স্থানে উত্তীর্ণ করা হবে। প্রথম স্থানে উত্তীর্ণকে ‌১৫ হাজার মিশরীয় পাউন্ড, দ্বিতীয় স্থানে উত্তীর্ণকে ১০ হাজার মিশরীয় পাউন্ড, তৃতীয় স্থানে উত্তীর্ণকে ৫ হাজার মিশরীয় পাউন্ড প্রদান করা হবে। iqna

captcha