IQNA

ফ্রান্সের ইসলামিক ইন্সটিটিউটের দেয়ালে ইসলামবিরোধী স্লোগান/ বিভিন্ন মহলে তীব্র নিন্দা

20:03 - July 06, 2021
সংবাদ: 3470267
তেহরান (ইকনা): ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ইসলামিক ইন্সটিটিউটের দেয়ালে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা ইসলামবিরোধী স্লোগান লিখেছে।

ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্যারিস গ্র্যান্ড মসজিদ এ ধরণের ইসলামবিদ্বেষী কর্মের তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

রবিবার অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদের আওতাধীন আল-গাজালী ইন্সটিটিউটের দেয়ালে ইসলাম বিরোধী স্লোগান লিখেছে।

ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডার্মেনেন এক প্রেস বিবৃতিতে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: "এটি একটি অগ্রহণযোগ্য অপমান এবং অপরাধীদের অবশ্যই খুঁজে বের করতে হবে।"

রবিবার সকালে দক্ষিণ ফরাসী মরিটিগ শহরের আল-গাজালি ইন্সটিটিউটে এই ঘটনা ঘটেছে।

ফ্রান্সের বর্ণবাদী ও ইসলামবিরোধী আচরণের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্যারিসের গ্র্যান্ড ক্যাথেড্রাল এক বিবৃতিতে বলেছেন, "ফ্রান্সের কর্তৃপক্ষকে অবশ্যই স্পষ্টত এবং সমন্বিতভাবে ফ্রান্সের ধর্মীয় স্থানগুলির সুরক্ষা জোরদার করতে হবে।"

এই বিবৃতিতে বলা হয়েছে: এই জাতীয় বর্ণবাদী ও ইসলাম বিরোধী আচরণের উদ্দেশ্য হল, সেসকল শিক্ষার্থীদের উপর আক্রমণ চালানো, যারা ফ্রান্সের ভবিষ্যৎ পেশ ইমামের দায়িত্ব পালন করবে।

পেশ ইমাম ও শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে আল-গাজ্জালি ইন্সটিটিউট পশ্চিম মেরসিলিয়ার মার্টিগ শহরে ১০ই জুলাইয়ে একটি র‌্যালীর আয়োজন করেছে।

উল্লেখ্য যে, গত এপ্রিল মাসে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাইন শহরের ইবনে সিনা ইসলামিক সেন্টারের দেয়াল এবং নানত শহরের একটি মসজিদের দেয়ালে ইসলামবিরোধী স্লোগান লিখেছিল।

এছাড়াও ফেব্রুয়ারিতে প্যারিসের আইয়ুব সুলতান নামক নির্মাণাধীন একটি মসজিদের দেয়ালে বর্ণবাদী চিত্র আঁকা হয়েছিল। iqna

captcha