IQNA

এবার বাংলাদেশের কুরআন প্রতিযোগিতায় ইরানী ক্বারীর পারফরম্যান্স + ছবি

1:01 - January 24, 2024
সংবাদ: 3474997
ইকনা: বাংলাদেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি সাইয়্যেদ আবুল ফজল আক্বাদাসি সোমবার রাতে তার পারফরমেন্স পরিবেশন করেছেন।

পবিত্র রমজান মাসে সম্প্রচারের জন্য টেলিভিশন রেকর্ডিং হিসেবে পরিকল্পনা করা এই প্রতিযোগিতায়, অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরণে কুরআনিক প্রশ্ন করা হয়, যার মধ্যে রয়েছে প্রশ্ন, একটি সাত লাইনের প্রশ্ন, সেইসাথে একজন বিচারকের দ্বারা একটি আয়াত থেকে শব্দের পাঠ করা এবং সেই শব্দ শুনে অংশগ্রহণকারী দ্বারা সূরার নাম ঘোষণা করা। 
উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরান, বাংলাদেশ, ইয়েমেন, সিরিয়া, ওমান, মিশর, আলজেরিয়া, তানজানিয়া, লিবিয়া ও জর্ডানসহ ১০টি দেশের প্রতিযোগী অংশগ্রহন করেছেন।
এই প্রতিযোগিতায় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, শীর্ষ স্থানে উত্তীর্ণ 10 জন প্রতিযোগীকে উপহার প্রদান করা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের দেশ থেকে যিনি নির্বাচিত হয়েছে; তিনি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কুরআন হাফেজদের সঙ্গে এক রাউন্ড প্রতিযোগিতার পর এই পর্যায়ে পৌঁছেছেন।
এই প্রতিযোগিতায়, বিচারক গোষ্ঠীতে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ মোট 12 জন বিচারক উপস্থিত ছিলেন। এসকল বিচারকগণ প্রতিযোগীদের নিকট হতে হেফজের দক্ষতা, সঠিক উচ্চারণ, সুর, ওয়াকফ (থামা) এবং এবতেদা (শুরু) তাজবীদের দক্ষতা মূল্যায়ন করেন।
সাইয়্যেদ আবুল ফজল আক্বাদাসি আগামী সপ্তাহে ইরানে ফিরে যাবেন।
ইরানেই রাশত শহরের বাসিন্দা ১৫ বছর বয়সী সাইয়্যেদ আবুল ফজল আক্বাদাসি বর্তমানে নবম শ্রেণীতে পড়ছে। তাকে বাংলাদেশ অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় পাঠানোর ক্ষেত্রে মজার বিষয় হল যে, তিনি তার শেষ একাডেমিক পরীক্ষা ২৭ ডিসেম্বর দিয়েছেন এবং অবিলম্বে ২৮ ডিসেম্বর তাকে বাংলাদেশে পাঠানো হয়।
তিনি ফরহাদ ফালাহপুর সহ গিলান শহরের কুরআনের অধ্যাপকদের তত্ত্বাবধানে পেশাদারভাবে ছয় বছর বয়সে কুরআন মুখস্থ করা শুরু করেন এবং ১০ বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন।
গত বছর, তিনি আলজেরিয়ায় অনলাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত র‌্যাঙ্কিং পেতে ব্যর্থ হন।

 
captcha