IQNA

কুবা মসজিদ; ইসলামের সর্বপ্রথম মসজিদ

23:39 - March 21, 2016
8
সংবাদ: 2600485
আন্তর্জাতিক ডেস্ক: রাসূল (সা.) মক্কা থেকে মদীনায় হিজরতের অভিমুখে সর্ব প্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন, তার নাম কুবা মসজিদ। এখানে তিনিই সর্ব প্রথম নামায আদায় করেন। এ মসজিদটি মক্কা থেকে ৩২০ কিমি উত্তরে মদীনার উত্তরে অবস্থিত।
কুবা মসজিদ; ইসলামের সর্বপ্রথম মসজিদ
ইকনা বার্তা সংস্থার রিপোর্ট: হজরত মোহাম্মদ (সা.) পবিত্র রবিউল আওয়াল মাসের প্রথম দিন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা অভিমুখে হিজরত করেন। আর এ হিজরতের মধ্য দিয়ে মদিনা শহরকে কেন্দ্র করে ইসলাম ও কোরআনের বাণী বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। রাসূলের (সা.) হিজরতের পর সাহাবীরাও পর্যায়ক্রমে মদিনা গমন করেন। সাধারণভাবে হিজরতকারীদের বা মুজাহিদ বলা হতো। এই মুজাহিদদের হাতেই গড়ে ওঠে কুবা মসজিদ।

হজরত মোহাম্মদ (সা.) নিজ হাতে মসজিদটির নির্মাণকাজ শুরু করেন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মূলত তারই তত্ত্বাবধানে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়। হজরত মোহাম্মদ (সা.) প্রায় ২০ রাত এই মসজিদে অবস্থান করেন এবং কসর নামায আদায় করেন। হজরত মোহাম্মদ (সা.) কর্তৃক ইসলাম ধর্ম প্রচার শুরু হওয়ার পর পৃথিবীর বুকে নির্মিত প্রথম মসজিদ হলো এই কুবা মসজিদ।

বিংশ শতকে আবদুল ওয়াহেদ আল ওয়াকিলের নেতৃত্বে গঠিত একটি কমিশন সৌদি আরবের পুরনো সব মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করে। এ সময় মূল কুবা মসজিদ এতই দুর্বল হয়ে পড়ে, তা ভেঙে পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে কুবা মসজিদ চত্বরে মূল মসজিদ ছাড়াও আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও লাইব্রেরি রয়েছে। 

তবে মসজিদের মূল আকর্ষণ ছয়টি। বিশাল গম্বুজ এবং চার কোণায় চারটি সুউচ্চ মিনার। মসজিদে মহিলাদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মদিনাবাসীর সরলতা এবং মদিনার পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শন করে ১৯৮৬ সালে মসজিদটির পুনর্নির্মাণকালে ব্যাপকভাবে সাদা ব্যাসল্ট পাথর ব্যবহার করা হয়। চতুর্দিকের সুবজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য প্রদান করেছে।

পবিত্র কোরআনের সুরা আল তওবার ১০৭ নং আয়াতে এই মসজিদের কথা উলি্লখিত আছে-

« وَالَّذِينَ اتَّخَذُواْ مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ وَلَيَحْلِفَنَّ إِنْ أَرَدْنَا إِلاَّ الْحُسْنَى وَاللّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ »

একাধিক সূত্র এবং হাদিস থেকে জানা যায়, হজরত মোহাম্মদ (সা.) বলেছেন, "নিজ আবাস্থল বা বাসা থেকে অজু করে কেউ যদি এই মসজিদে আসে এবং দুই রাকাত নফল নামায আদায় করে তবে সে একটি ওমরাহ আদায়ের সওয়াব লাভ করবে।”

উল্লেখ্য, মদিনায় অবস্থানকালে হজরত মোহাম্মদ (সা.) প্রায়ই বিশেষত শনিবারে উটে চড়ে বা হেঁটে এই মসজিদে আসতেন এবং দুই রাকাত নামায আদায় করতেন। সম্ভবত কুবা মসজিদের ফজিলত ও গুরুত্বের কারণেই রাসূল (সা.) সপ্তাহে অন্তত একদিন এ মসজিদে নামায আদায় করতেন। 

পবিত্র হজ ও ওমরাহ পালনকালে এই মসজিদে নফল নামায আদায়ে সচেষ্ট থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।


প্রকাশিত: 8
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
মোঃ জহিরুল ইসলাম
0
0
আল্লাহ আমাকে এই মসজিদে ২ রাকাত নফল নামাজ পরার তাওফিক দা‌ন কর
উত্তরসমূহ
আজ্ঞাতনামা
Amin
diuumlbq
0
0
20
jdvugous
0
0
20
Latricia
0
0
I love that quote, and just wow on all the light and colors! I’m just starting to see a tinge of color by me, although we do1&28#n7;t get a lot, I’ll take it!! Have a great weekend! (and I’m so glad you got your computer back, whew)
Romzan ali
0
0
Hey all tumi shop
Tumi shorbo
Seto
Tomar jonnoAmi asi
Amen
Gerry
0
0
Just the type of inihsgt we need to fire up the debate.
মো:বিল্লাল হোসেন
0
0
আমি আজ ২১/১০/২০১৭ দুই রাকাত নামাজ পরে আসলাম।
captcha