IQNA

বাংলাদেশে গুম-খুন বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান: পর্যবেক্ষক প্রতিক্রিয়া

23:10 - February 26, 2017
সংবাদ: 2602612
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞগন বাংলাদেশে গুম বাড়ছে উল্লেখ করে তা নিরসনে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে গুম-খুন বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান: পর্যবেক্ষক প্রতিক্রিয়া

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস অব দ্য হাই কমিশনার-এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইউএন ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপেয়ারেন্সেস এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তারা দাবি করেছে, এখনও বাংলাদেশের কমপক্ষে ৪০ জন মানুষ নিখোঁজ আছে। এই সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলেছেন, বেশ কিছু গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় জন্য র‍্যাবকে দায়ী করেছে নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলো।

বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী ও নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলোর বিরুদ্ধে কাউকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। গুম হলো একটি জঘন্য অপরাধ ও মানবাধিকারের মর্যাদার বিরুদ্ধে এক অপরাধ। এর পক্ষে সাফাই গাওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না।

বিবৃতিতে গত বছর তিনজনকে আলাদাভাবে তুলে নেয়ার প্রসঙ্গ তুলে ধরা হয়। বলা হয় তাদেরকে রাজধানী ঢাকা থেকে তুলে নেয়া হয়েছে এবং ওই তিনজনই বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।

গুম ওইসব ব্যক্তি ও অন্যান্য গুম হওয়া ব্যক্তিরা কে কোথায়, কী অবস্থায় আছেন তা অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ। এক্ষেত্রে ১৯৯২ সালে প্রণীত গুম থেকে সব ব্যক্তিকে রক্ষা করা বিষয়ক জাতিসংঘের ঘোষণা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা।

পার্সটুডে

captcha