ইকনা - পৃথিবীর শেষ জমানার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে এবং গাজার বর্তমান অবস্থার সাথে তুলনা করে, ইরানের ইমাম মাহদি বিষয়ক একজন বিশেষজ্ঞ বলেছেন: গাজায় ইসরাইলের অনাচার, দুর্ভিক্ষ এবং যুদ্ধসহ আরো কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে, তবে বর্ণনাগুলোতে জোর দিয়ে বলা হয়েছে যে ইমাম মাহদির আবির্ভাব তখনই ঘটবে যখন পুরো বিশ্ব দুর্নীতিতে ডুবে থাকবে।
21:05 , 2025 Aug 08