তেহরান, ইকনা: হারামে রেযভীর প্রখ্যাত ক্বারী জনাব রেযা জাভিদীর কণ্ঠে সূরা আশ-শূরা (সূরা শূরা)-র ২২ থেকে ২৬ নং আয়াত এবং সম্পূর্ণ সূরা আল-কাউসার (সূরা কাউসার)-এর মনোমুগ্ধকর তিলাওয়াতের অডিও ইকনা নিউজ এজেন্সির শ্রোতাদের জন্য উপহার হিসেবে প্রকাশ করা হয়েছে।