IQNA

লন্ডনে ‘ইতিহাস ও কুরআনিক বিজ্ঞান’ প্রশিক্ষণ কোর্স শুরু

18:38 - April 04, 2016
সংবাদ: 2600556
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের রাজধানী লন্ডনে হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কুরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে কুরআনের শিক্ষকদের জন্য ‘ইতিহাস ও কুরআনিক বিজ্ঞান’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রশিক্ষণ কোর্স হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কুরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং ব্রিটেনে গ্রাজুয়েট আরবি শিক্ষক সমিতির সহযোগিতায় ২য় এপ্রিলে শুরু হয়েছে।

দুই সপ্তাহ ব্যাপী ইতিহাস ও কুরআনিক বিজ্ঞানপ্রশিক্ষণ কোর্সের প্রথম সপ্তাহে নারীদের জন্য ক্লাস গ্রহণ করা হবে এবং দ্বিতীয় সপ্তাহে পুরুষদের জন্য ক্লাস গ্রহণ হবে।

প্রতিবেদন অনুযায়ী, কুরআনের শিক্ষকদের জন্য উক্ত প্রশিক্ষণ কোর্সে কুরআনিক বিজ্ঞান পরিচিতি’, ‘কুরআনের জ্ঞান উপার্জনের পন্থা’, ‘কুরআন নাযিল থেকে প্রিন্ট পর্যন্ত ইতিহাস’, কুরআন তিলাওয়াত এবং কুরআনের ক্বারিগণ, মক্কা ও মদিনা সূরা, নাসিখ ও মানসুখ, মুহকাম ও মুতাশাবি আয়াত সমূহ, কুরআনের তাফসির এবং মুফাস্সিরদের পরিচিত সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

iqna


captcha