IQNA

কানাডার "ভ্যানকুভার" শহরের মসজিদের অগ্নিসংযোগ

15:52 - May 04, 2016
সংবাদ: 2600714
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার "ভ্যানকুভার" শহরের জামে মসজিদের ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করেছে ইসলাম বিদ্বেষী এক ব্যক্ত।

বার্তা সংস্থা ইকনা: কয়েক দিন পূর্বে ইসলাম বিদ্বেষী এক ব্যক্ত এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তবে মসজিদের মূল ভবনে তেমন কোন ক্ষতি সাধন হয়নি।
মসজিদ কর্তৃপক্ষ এ ব্যাপারে বলেছেন: অগ্নিসংযোগের কিছুক্ষণ পূর্বে এক ব্যক্তি কার্ডবোর্ডের বাক্স দিয়ে মসজিদের প্রাঙ্গণের একাংশ আগুন লাগানোর চেষ্টা করে। যখন তার নিকট যাওয়া হয়, তখন সে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ভ্যাঙ্কুভার পুলিশ গুরুত্বারোপ করে বলেছে, এখনও পর্যন্ত ঘাতককে চিহ্নিত করা হয়। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে।  
মসজিদ কমিটির সদস্য হারুণ খান বলেন: মুসল্লিরা যখন এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে যাচ্ছিল, ঠিক তখনই এ দুর্ঘটনা ঘটে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন: মসজিদ ইবাদত এবং শান্তির স্থান। যদিও মসজিদের দেয়ালে তেমন কোন ক্ষতি হয়নি, তবে এধরনের কাজ আসলেই অতি দুঃখজনক।
Iqna


captcha