IQNA

নতুন 'আব্দুল বাসিতে'র অন্বেষণে মিশরে বিশেষ পদক্ষেপ

17:49 - June 24, 2016
সংবাদ: 2601056
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে শিশুদের জন্য "আলওয়ান" নামক কুরআনিক অনুষ্ঠান চালু করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মিশরের শিশু কারিদের খুঁজে বের করা হচ্ছে। এসকল শিশুদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য সেদেশের খ্যাতনামা অধ্যাপক "নায়িনা" নিকট হস্তান্তর করা হবে। সেদেশের বিখ্যাত কারি "আব্দুল বাসতি আব্দুস সামাদে'র স্থানে দখল করার জন্যই এ সকল শিশুদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা ইকনা: শিশুদের জন্য "আলওয়ান" কুরআনিক অনুষ্ঠান পবিত্র রমজান মাসে স্থানীয় সময় সকাল ১০টা মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল-২ এ সম্প্রচারিত হচ্ছে।

"আলওয়ান" কুরআনিক অনুষ্ঠানের প্রয়োজক 'নাহালা বাদর উদ্দীন' এ ব্যাপারে বলেন: এই অনুষ্ঠানের মাধ্যমে মিশরের সেরা কণ্ঠের শিশু কারিদের খুঁজে বের করা হচ্ছে। যাতের করে বিশেষ পরিকল্পনার মাধ্যমে তাদেরকে পরবর্তী সময়ের শ্রেষ্ঠ কারি হিসেবে গড়ে তোলা সম্ভব হয়।

তিনি আরও বলেন: এই অনুষ্ঠানের মাধ্যমে মিশরের যে সকল বিশিষ্ট কারি ইন্তেকাল করেছেন তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব।

বাদর উদ্দীন গুরুত্বারোপ করে বলেন: আলওয়ান অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদে কারিদের সনাক্ত করার পর মিশরের বিশিষ্ট কারি "আহমাদ নায়িনা" নিকট প্রশিক্ষণের জন্য হস্তান্তর করা হবে।

Iqna


ট্যাগ্সসমূহ: মিশরের ، কুরআনিক ، ইকনা
captcha