IQNA

মসজিদ আন-নবী (সা.) জাতীয় কুরআন ও হাদিস প্রতিযোগিতা

23:56 - November 07, 2018
সংবাদ: 2607152
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদ আন-নবীতে (সা.) জাতীয় কুরআন ও হাদিস প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

মসজিদ আন-নবী (সা.) জাতীয় কুরআন ও হাদিস প্রতিযোগিতাবার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৫ম নভেম্বর শুরু হয়েছে। জাতীয় কুরআন ও হাদিস প্রতিযোগিতায় সৌদি আরবের বিভিন্ন শহরের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
বার্ষিকী এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের তরুণদের কুরআন তিলাওয়াত ও হাদিস পাঠের প্রতি অনুপ্রেরণা যোগানো। এছাড়াও হাদিস ও কুরআন হেফজ, অর্থ এবং কুরআন তিলাওয়াতের আহকাম সম্পর্কে তাদেরকে অবগত করা।
এই প্রতিযোগিতা মোট দুইটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে মোট তিনটি স্তর তথা ১৫ পারা কুরআন হেফজ ও তাজবিদ, ১০ পারা কুরআন হেফজ ও তাজবিদ এবং ৫ পারা কুরআন হেফজ ও তাজবিদ।
দ্বিতীয় বিভাগে নবী করিম (সা.)এর হাদিস হেফজ। এই বিভাগও তিনটি স্তরে অনুষ্ঠিত হবে।
iqna

 

captcha