IQNA

জাফরী ফিকাহ শাস্ত্রকে স্বীকৃতি দিল কুয়েতে

15:23 - November 22, 2018
সংবাদ: 2607306
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতি পার্লামেন্টের আইনি বিষয়ক কমিটি জাফরী ফিকাহ শাস্ত্রকে স্বীকৃতি দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতি পার্লামেন্টের আইনি বিষয়ক কমিশন জাফরী ফিকাহ শাস্ত্রকে স্বীকৃতি দিয়েছে। আর এই বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করে কুয়েতি পার্লামেন্টের প্রতিনিধি খলিল আল-সালেহ বলেন: এই বিষয়টি ২০১৬ সাল বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন পুনরায় চালু করা হয়েছে। অবশেষে বিতর্কের বিষয়ে সকলে সহমত পোষণ করেছেন।
তিনি বলেন: কমিশনের বৈঠকে কুয়েতের সংবিধানের উপর ভিত্তি করে এই আইনের ৪ ধারা এবং সকলের মতামত ও দৃষ্টিকোণ পর্যবেক্ষণ করা হয়েছে। আইন বিষয়ক কমিশনের ৪ জন প্রতিনিধির ইজমার উপর ভিত্তি করে ৫২১ ধারার আইনটি পাশ করা হয়েছে।
উল্লেখ্য, "জাফরি মাজহাব" হচ্ছে শিয়া ইসনা আসয়ারী (১২ ইমামী) মাজহাব। ইমাম জাফর সাদিক (আ.)এর সময় অধিকাংশ ফেকহ ব্যক্ত হওয়ার কারণে শিয়া মাজহাবকে জাফরি মাজহাবও বলা হয়ে থাকে। এছাড়াও শিয়া ফিকাহকে জাফরি ফিকাহও বলা হয়ে থাকে।
উল্লেখ্য, বর্তমানে কুয়েতে ৩৫ শতাংশ জনগণ শিয়া মাযহাবের অনুসারী।
iqna

 

captcha