IQNA

রোহিঙ্গা প্রজন্ম হত্যা বন্ধের উপর গাম্বিয়ার গুরুত্বারোপ

22:54 - December 10, 2019
সংবাদ: 2609809
আন্তর্জাতিক ডেস্কঃ অনতি বিলম্বে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রজন্ম হত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপ কামনা করেছে গাম্বিয়া সরকার।

আল-গাদ্ব এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গাম্বিয়ার আইনমন্ত্রী ‘আবুবকর তাম্বাদু’ আজ (১০ ডিসেম্বর), মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সাং সুচি’র বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার বিষয়ে করা মামলার শুনানিতর প্রথম দিনে আন্তর্জাতিক এ আদালতে উপস্থিত হয়ে, অনতি বিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।

গাম্বিয়ার ঐ মন্ত্রী আজ আদালতে উপস্থিত হয়ে বলেন: আদালতের নিকট গাম্বিয়ার আবেদন হচ্ছে, আদালত যেন মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করে যাতে মিয়ানমার সরকার এদেশের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংস গণহত্যা ও প্রজন্ম হত্যা বন্ধ করে।

প্রসঙ্গত, গত নভেম্বরে মুসলিম দেশগুলোর প্রতিনিধি হিসেবে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে মামলা করে। এরই ভিত্তিতে এ আদালত গঠিত হয়েছে।

এদিকে সংখ্যালঘু মুসলমানদের সমর্থক এক্টিভিস্টরা আন্তর্জাতিক অপরাধী আদালতের ঐ শুনানির সময় মিয়ানমারকে বয়কটের আহবান জানিয়েছে।#3863250

 

captcha