IQNA

গর্ভাবস্থায় রোজা রেখে রোগীদের সেবা করছেন মুসলিম নার্স

0:02 - April 25, 2021
সংবাদ: 2612670
তেহরান (ইকনা): একে তো চার মাসের অন্তঃসত্ত্বা তার ওপর দিনভর রমজান মাসের রোজা রাখা- দুর্বল শরীরে যে সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বেশি, তা ভালো করেই জানেন সুরতের কোভিড কেয়ার ইউনিটের নার্স ন্যান্সি। কিন্তু সেসব ছাপিয়ে গিয়েছে তার কর্তব্যপরায়ণতা, রোগীর প্রতি দায়িত্ববোধ।

নিজের সুরক্ষার কথা না ভেবেই দিনরাত তাই কোভিড রোগীদের সেবা করে চলেছেন তিনি। তিনি ন্যান্সি আয়েজা মিস্ত্রি। এই মুহূর্তে সুরতের অটল কোভিড-১৯ কেয়ার ইউনিটে কর্মরত তিনি।

ন্যান্সি চার মাসের অন্তঃসত্ত্বা। তার ওপর রমজান মাসও চলছে। দিনভর প্রায় কিছু না খেয়েই থাকছেন তিনি। তা সত্ত্বেও রোজ সাত থেকে আট ঘণ্টা কোভিড কেন্দ্রে কাজ করে চলেছেন।

করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই এই কোভিড কেন্দ্রে তিনি কর্মরত। নিজের এবং সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে কোভিডবিধি কড়াভাবেই মেনে চলছেন তিনি।

ন্যান্সির মতে, ‘আমার গর্ভে সন্তান রয়েছে। কিন্তু আমার কাছে দায়িত্বও গুরুত্বপূর্ণ, ঈশ্বরের কৃপায় পবিত্র রমজান মাসে আমি রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা।’ আনন্দবাজার

captcha