IQNA

কায়রোয় অনুষ্ঠিতব্য;

বইমেলায় দর্শনার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ

19:03 - July 05, 2021
সংবাদ: 3470259
তেহরান (ইকনা): মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিতব্য ৫২তম আন্তর্জাতিক বইমেলা পরিদর্শনকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল দর্শনার্থীদের পবিত্র কুরআনের পাণ্ডুলিপি উপহার দিয়েছে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শুক্রবার (৩ জুলাই) ৫২তম কায়রো আন্তর্জাতিক বইমেলার আল-আজহার বুথ পরিদর্শন করেছেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ আল-মুহরাসাভি এবং এই বিশ্ববিদ্যালয়ের সামরিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধায়নে এসকল শিক্ষার্থী এই বইমেলায় উপস্থিত হয়েছেন এবং তারা সকলে বিভিন্ন বই, লেখক, ইসলামিক বই এবং প্রশিক্ষণ কর্মশালার সাথে পরিচিত হয়েছেন।

পরিদর্শনকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান দর্শনার্থীদের মাঝে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি, জীবাণুনাশক এবং মাস্ক উপহার দেন। এসকল উপহার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কমিটি কর্তৃক প্রস্তুত করা হয়েছে।

আল-আজহার বিশ্ববিদ্যালয় একটানা পাঁচ বছর কায়রো আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে এবং তাদের এক মিটারের বুথে একটি ওয়েবিনার হল, একটি ফতোয়া বিভাগ, একটি আরবি ক্যালিগ্রাফি বিভাগ, একটি শিশুদের বিভাগ এবং হস্তলিখিত পাণ্ডুলিপি রয়েছে।

৫২তম কায়রো আন্তর্জাতিক বইমেলা ৩০শে জুন মিশরীয় আন্তর্জাতিক বই ও প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে এবং ২০শ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। iqna

captcha