IQNA

৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীর বিচার শুরু

21:44 - September 07, 2021
সংবাদ: 3470633
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদসহ পাঁচজনের বিচার কাজ আবার শুরু হচ্ছে। ২০ বছরেও তাদের বিচার শেষ করা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার তাদের বিচার শুরু হওয়ার কথা। প্রথম ধাপের বিচার হবে ৭ থেকে ১৭ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের বিচার হবে পহেলা নভেম্বর থেকে ১৯ নভেম্বর।

ছিনতাই করা যাত্রীবাহী বিমান দিয়ে যুক্তরাষ্ট্রে কয়েকটি স্থাপনায় ২০ বছর আগে ভয়াবহ হামলা চালানোর মূল পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে।

বর্তমানে খালিদ শেই মোহাম্মাদ আমেরিকার একটি কারাগারে আটক আছে। সেখানে তার বিচার চলছে। মিলিটারি কমিশনের বিচারে নতুন একজন বিচারক নেতৃত্ব দেবেন। বিচার বেসামরিক না সামরিক আদালতে হবে সেই সিদ্ধান্ত নিতেও দীর্ঘ বিলম্ব হয়।

১১ সেপ্টেম্বর ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে। তার আগে এ হামলার বিচার আবার শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি ও অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি কিউবার গুয়ানতানামো বের কারাগারে রয়েছেন খালিদসহ অন্য আসামিরা। প্রায় ১৫ বছর ধরে সেখানে বিনা বিচারে আটক আছেন তারা।

সামরিক ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়েছিল। সবশেষ ২০১৯ সালের শুরুর দিকে তাদের আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে এই বিচার প্রায় ১৭ মাস ধরে স্থগিত থাকে। এখন এই বিচার আবার শুরু হচ্ছে।

গত রবিবার ট্রাইব্যুনালের নতুন বিচারক বিমানবাহিনীর কর্নেল ম্যাথিউ ম্যাককল এ মামলার বিচারকাজ ধীরে শুরু করার ইঙ্গিত দেন। শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা অংশ নেবেন। তারা বিচারককে প্রশ্ন করারও সুযোগ পাবেন। পরে ১৭ মাস আগে বিচারকাজ যেখানে স্থগিত হয়েছিল, সেখান থেকে শুরু হওয়ার কথা।iqna

captcha