IQNA

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত ফাতিমা জাহরা (সা. আ.) শাহাদাতের শোকানুষ্ঠান

20:01 - January 02, 2022
সংবাদ: 3471221
তেহরান (ইকনা): নবী নন্দিনী ও বেহেস্তের নারীদের নেত্রী হযরত ফাতিমা জাহরা (সা. আ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানস্থ ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর (হাফিজাহুল্লাহ) উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।     

সর্বোচ্চ নেতার কার্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, কোন জনতার উপস্থিত ছাড়াই হযরত ফাতিমা জাহরা (সা. আ.) শাহাদাত বার্ষিকীর শোকানুষ্ঠান ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ নেতার উপস্থিতিতে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ইরানি বিভিন্ন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচার করা হবে।
 
সর্বোচ্চ নেতার কার্যালয়ের বিবৃতি নীচে তুলে ধরা হল:
 
বিসমিল্লাহির রাহমানির রাহীম
 
হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমবেদনা জ্ঞাপনের সাথে জানানো হচ্ছে যে, এই বছরের শোকানুষ্ঠান ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে কোন জনসমাগম ছাড়াই শুধুমাত্র একজন বক্তা এবং একজন মর্সিয়া পাঠকের উপস্থিতিতে ১৩ই দেই (৩য় জানুয়ারি) থেকে একাধারে ১৭ই দেই (৭ম জানুয়ারি) পর্যন্ত মাগরিব ও এশার নামাজের পর অনুষ্ঠিত হবে। এ বছরেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি পালন করে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর (হাফিজাহুল্লাহ) উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান প্রতি রাতে ইরানে চ্যানেল-১ সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।
 
সর্বোচ্চ নেতার কার্যালয়
 
captcha