IQNA

প্রতিরোধ ইস্যুতে ফিলিস্তিনে সুদৃঢ় ঐকমত্য তৈরি হয়েছে: আলি আকবারি

17:34 - April 29, 2022
সংবাদ: 3471783
তেহরান (ইকনা): ফিলিস্তিনের জনগণ মুক্তির জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এই মন্তব্য করে বলেন: ফিলিস্তনিরা এখন খাল থেকে সমুদ্র পর্যন্ত সর্বত্র তাদের মুক্তির জন্য দৃঢ়ভাবে অঙ্গিকারাবদ্ধ।
জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ জাওয়াদ আলি আকবারি আরও বলেন: ফিলিস্তিনি অঞ্চলে এখন প্রতিরোধের ব্যাপারে দৃঢ় ঐকমত্য তৈরি হয়েছে। পার্সটুডে
 
আজ আন্তর্জাতিক কুদস দিবস। এ দিনে সারা বিশ্বের মুসলমানরা ইহুদিবাদী ইসরাইলের বর্ণবাদী নীতির বিরুদ্ধে তাদের ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করার সুযোগ পায়।
 
বিশিষ্ট এই আলেম বলেন, ৭৪ বছর ধরে মুসলমানদের প্রথম কিবলা, পবিত্র মিরাজের স্থান এবং তার আশপাশের পবিত্র এলাকা একটি অবৈধ দখলদারের হাতে কুক্ষিগত হয়ে আছে। আমাদের পবিত্র স্থানগুলো অবমাননা এবং তাচ্ছিল্যের শিকার। গাজা উপত্যকাকে তিনি বিশ্বের সর্ববৃহৎ কারাগার উল্লেখ করে বলেন:মজলুম ফিলিস্তিনীরা বিগত সাত দশক ধরে মানবেতর জীবন যাপন করছে। তাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। তারা এখন শরণার্থীতে পরিণত হয়েছে। অথচ মানবাধিকার সংস্থাগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইহুদিবাদীদের এই জুলুম অত্যাচার নীরবে চেয়ে চেয়ে দেখছে।
 
ইতিহাসে এইরকম মানবীয় বিপর্যয়ের উদাহরণ বিরল বলে উল্লেখ করেন জনাব আকবারি। ফিলিস্তিনী জনগণের ওপর নিপীড়নের খণ্ডচিত্রও তুলে ধরা হয় নি। যার ফলে গাজা উপত্যকা এখন বিশ্বের বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে। iqna

 

captcha