IQNA

পশ্চিম তীরে সংঘর্ষে দুই ফিলিস্তিনি শহীদ ও বেশ কয়েক জন আহত

12:09 - October 08, 2022
সংবাদ: 3472606
তেহরান (ইকনা): শুক্রবার, ৭ম অক্টোবর, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সংঘর্ষে, দুই ফিলিস্তিনি শহীদ এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।
গতকাল (শুক্রবার) ইসরাইলি বাহিনী জর্ডান নদীর পশ্চিম তীরের রামাল্লা ও গালগিলিয়ায় দুই ফিলিস্তিনি কিশোরকে শহীদ করেছে।
 
ফিলিস্তিনি তথ্য-মাধ্যমের খবর অনুযায়ী, এদিন ইসরাইলি বাহিনী কিছু সংখ্যক ইহুদীদের রামাল্লার একটি গ্রামে পাহারা দেয়ার সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ ঘটে। তাতে ১৭ বছর বয়সী ফিলিস্তিনি এক কিশোরের মাথায় গুলি লাগে। হাসপাতালে পাঠানোর পর সে মারা গেছে।
 
এছাড়া, প্রায় ৫০ জন ফিলিস্তিনি সংঘর্ষে আহত হয়েছে। একই দিন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, ১৪ বছর বয়সী এক ছেলে গালগিলিয়ায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। 
 
এই ফিলিস্তিনি কিশোর গুরুতরভাবে আহত হয়েছিল এবং তার আঘাতের তীব্রতার কারণে কয়েক ঘন্টা পরে হাসপাতালে মারা যায়।
 
অন্যদিকে, নাবলুস, হেবরন এবং রামাল্লা সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সংঘর্ষে টিয়ার গ্যাসের শ্বাস-প্রশ্বাসের কারণে কয়েক ডজন ফিলিস্তিনি আহত বা শ্বাসরুদ্ধ হয়েছে।
 
শুক্রবারও ইহুদিবাদী দখলদাররা বিপুল সংখ্যক ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করে। 4090173
captcha