IQNA

১৫ই মেহরের তুফান; ইহুদিবাদী শাসকের অপূরণীয় ব্যর্থতা

19:30 - October 10, 2023
সংবাদ: 3474472
তেহরান (ইকনা): ফিলিস্তিনি তরুণদের সাম্প্রতিক পদক্ষেপকে ইহুদি শাসনের "অপূরণীয়" ব্যর্থতার কথা উল্লেখ করে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেছেন: ফিলিস্তিনি যুবকদের বীরত্বের দিন অর্থাৎ শনিবার ১৫ই মেহরের (৭ম অক্টোবর) পর ইহুদিবাদী শাসন আর আগের জায়নবাদী শাসন নেই; এই মহাবিপর্যয়ের কারণ হচ্ছে জায়োনিস্টদের কর্মকাণ্ড; কারণ যখন হিংস্রতা ও বর্বরতার সীমা ছাড়িয়ে যাবে, তখন ‘তুফানের’-এর জন্য অপেক্ষা করতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) তেহরানে ইমাম আলী (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। এই শিক্ষা সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
 
ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়েছিলেন যে, ফিলিস্তিনি যুবকদের সাহসী মহাকাব্যের দিন, শনিবার ১৫ই মেহরের পর ইহুদিবাদী শাসন আর আগের ইহুদিবাদী শাসন নেই। এই মহাবিপর্যয়ের কারণ স্বয়ং জায়োনিস্টদের কর্মকাণ্ড; কারণ যখন হিংস্রতা ও বর্বরতার সীমা ছাড়িয়ে যাবে, তখন আপনাকে ‘তুফান’-এর জন্য অপেক্ষা করতে হবে।
 
ফিলিস্তিনের সাম্প্রতিক নজিরবিহীন ঘটনার কথা উল্লেখ করে, আয়াতুল্লাহ খামেনি এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক-সামরিক ইস্যুতে দেশটির কর্মকর্তাদের অবস্থানকে সঠিক এবং ভালো বলেছেন এবং এই ইস্যুতে ইহুদিবাদী শাসনের ব্যর্থতার বিশ্ব স্বীকৃতির দিকে ইঙ্গিত করে তিনি জোর দিয়ে বলেন: সামরিক ও বুদ্ধিমত্তার দিক থেকে এই পরাজয় একটি অপূরণীয় পরাজয় এবং একটি বিধ্বংসী ভূমিকম্প যে দখলকারী শাসক পশ্চিমাদের সর্বাত্মক সহায়তায় তার শাসন কাঠামোতে এই ঘটনার গভীর আঘাত মেরামত করতে সক্ষম হবে এমন সম্ভাবনা কম।
 
 
এই অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিনিদের একটি সাহসী এবং নিঃস্বার্থ পদক্ষেপ। এর মাধ্যমে তারা বছরের পর বছর ধরে চলা অপরাধের জবাব দিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এই অপরাধের তীব্রতা বেড়েছে। দখলদার ইসরাইলের বর্তমান সরকার এর জন্য দায়ী।
 
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, নিষ্ঠুরতা এবং অপরাধ যখন সীমা অতিক্রম করে, যখন পাশবিকতা চরমে পৌঁছায়, তখন এমন তুফান অবশ্যম্ভাবী হয়ে পড়ে। 
 
তিনি আরও বলেন, পশ্চিমারা বিশেষ করে আমেরিকা ও ব্রিটেন এই ভুয়া ইহুদিবাদী ও রক্তপিপাসু সরকারকে যতটা সমর্থন করেছে, আর কোনো সরকারকে ততটা সমর্থন করেনি। এই দখলদার ইসরাইলি সরকার ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু এবং বয়োবৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি। বসতি স্থাপনকারীদেরকে কুকুরের মতো ফিলিস্তিনিদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এমন নিপীড়নের বিরুদ্ধে একটি জাতির প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? এটা স্পষ্ট যে, এর বিরুদ্ধে ঝড় উঠাবে তারা।
captcha